• শনিবার ২৫ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ১১ ১৪৩১

  • || ১৬ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

জামালপুর তামাক নিয়ন্ত্রণ কমিটির ত্রৈমাসিক সভা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২১  

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারের কুফল সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২৩ ডিসেম্বর জামালপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন জেলা টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুর্শেদা জামান।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন সিভিল সার্জন চিকিৎসক প্রণয় কান্তি দাস, অতিরিক্ত জেলা নির্বাহী হাকিম আব্দুল্লাহ আল মামুন বাবু, জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান, জামালপুর প্রেসক্লাবের সদস্য ও বাংলারচিঠি ডটকম এর সম্পাদক জাহাঙ্গীর সেলিম, নাটাব সভাপতি তানভীর হীরা, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আনিছুর রহমান প্রমুখ।

সভায় জনবহুল স্থানে ধূমপানবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা, তথ্য অফিসের মাধ্যমে ধূমপান ও মাদকবিরোধী চলচ্চিত্র প্রদর্শনী করা, তামাক চাষে নিরুৎসাহিত করা, বিভিন্ন গণমাধ্যমে ব্যাপকভিত্তিক প্রচারণা চালানোসহ নানামুখী কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল