আজকের টাঙ্গাইল
  • সোমবার ১৭ জুন ২০২৪ ||

  • আষাঢ় ৩ ১৪৩১

  • || ০৯ জ্বিলহজ্জ ১৪৪৫

ইটনায় জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত ১

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৪ মে ২০২৪  

কিশোরগঞ্জের ইটনায় জমি বিরোধে শানু ভূইয়া (৬৫) নামে একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শুক্রবার সকালে উপজেলার বাদলা ইউনিয়নের থানেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শানু ভূইয়া বাদলা ইউনিয়নের থানেশ্বর বারগরিয়া গ্রামের মৃত পাগার আলী ভূইয়ার ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন নিহত ছানু মিয়ার ছেলে লিটন ও ছোট ভাই বাবুল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শানু ভূইয়া ও তার প্রতিবেশী মুক্তু মিয়ার মধ্য বাড়ির সীমানা ও টিউবওয়েল স্থাপন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার সকালে ছানু মিয়াকে কুপিয়ে গুরুতর জখম করেন তারা। ছানু মিয়াকে রক্ষা করতে এগিয়ে আসলে প্রতিপক্ষের হামলায় আহত হন তার ছেলে লিটন ও তার ছোট ভাই বাবুল। ইটনা থানার ওসি জাকির রব্বানী জানান, এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। তবে অভিযুক্তদের ধরতে পুলিশি অভিযান চলছে। এখন পর্যন্ত মামলা হয়নি বলেও জানান ওসি।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল