আজকের টাঙ্গাইল
  • সোমবার ১৭ জুন ২০২৪ ||

  • আষাঢ় ৩ ১৪৩১

  • || ০৯ জ্বিলহজ্জ ১৪৪৫

রাজবাড়ীতে পাঁচদিন ধরে মাদরাসাছাত্র নিখোঁজ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৪ মে ২০২৪  

রাজবাড়ীতে পাঁচদিন ধরে নিখোঁজ রয়েছে রাব্বি ফকির (১১) নামে এক মাদরাসাছাত্র। রাব্বি সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর গ্রামের মো. ওয়াসিম ফকিরের ছেলে। রাব্বির বাবা ওয়াসিম ফকির জানান, রাব্বি মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিল। সে বাড়ির পাশেই একটি মাদরাসাতে পড়ালেখা করতো। গত সোমবার (২ মে) দুপুর ২টার দিকে রাব্বি বসন্তপুর স্টেশন বাজারে বিস্কুট কিনতে যায়। তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা সব আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেছে। কিন্তু তাকে কোথাও খুঁজে পাইনি। বাড়ি থেকে বেড় হওয়ার সময় তার গায়ে মিষ্টি কালারের একটি গোল গলা গেঞ্জি ও পরনে ছিল নেভি-ব্লু কালারের জিন্স প্যান্ট। তিনি আরো বলেন, এর আগেই সে কয়েকবার দিনের বেলায় নিখোঁজ হয়েছিল। তবে রাত হওয়ার আগেই সে বাড়িতে বাড়িতে চলে আসতো। এবার আর বাড়িতে আসেনি। রাজবাড়ী সদর থানার ওসি মো. ইফতেখারুল আলম প্রধান জানান, নিখোঁজ মাদরাসাছাত্রের বাবা দুপুরে জিডি করেছে। আমরা নিখোঁজ বাচ্চাটিকে খুঁজে আনার চেষ্টা করছি।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল