আজকের টাঙ্গাইল
  • সোমবার ১৭ জুন ২০২৪ ||

  • আষাঢ় ৩ ১৪৩১

  • || ০৯ জ্বিলহজ্জ ১৪৪৫

প্রেমের পর দেখা, রাত্রিযাপনের পর স্বর্ণালঙ্কার নিয়ে উধাও যুবক

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৪ মে ২০২৪  

রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার বারো রাস্তার মোড় থেকে এক নারীকে বিয়ের প্রলোভন দিয়ে প্রতারণা করার ঘটনায় প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় আসামির কাছ থেকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়া ৩৫ হাজার টাকা, স্বর্ণালঙ্কার ও একটি আইফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামি রুহুল আমিন ওরফে সুজন ওরফে মামুন (৩০) নাটোর জেলার লালপুর থানার মোমিনপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। ঘটনা সূত্রে জানা যায়, মাদারিপুর জেলার শিবচর থানা এলাকার এক নারীর সঙ্গে আসামি রুহুল আমিনের গত ১০ মে ২০২৪ মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক হয়। গত ২০ মে ঐ নারীকে বিয়ে করবে বলে টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন নিয়ে রাজশাহীতে আসতে বলেন। ভুক্তভোগী ঐ নারী রাজশাহীর নওদাপাড়া আম চত্বরে এসে রুহুল আমিনের সঙ্গে দেখা করেন। তারা দুইজন রাজশাহীর বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করে ঐদিন রাত ১১টায় বেলপুকুর থানার তাড়াশ গ্রামের রফিকুল ইসলাম নামক এক ব্যক্তির বাড়িতে যান। সকালে ঐ নারী ঘুম থেকে উঠে দেখে তার মোবাইল ফোন, স্বর্ণালঙ্কার ও ৪০ হাজার টাকা নেই এবং আসামি রুহুল আমিনও নেই। রুহুলের মোবাইল ফোন বন্ধ। রুহুল আমিনকে খোঁজাখুঁজি করে না পেয়ে নগরীর বেলপুকুর থানায় একটি এজাহার দায়ের করেন। আরএমপি’র মতিহার বিভাগের উপ-পুলিশ কমিশনার মধুসুদন রায়ের সার্বিক তত্ত্বাবধানে বেলপুকুর থানার ওসি মামুনুর রশিদের দিকনির্দেশনায় বেলপুকুর থানা পুলিশের একটি টিম আসামি রুহুল আমিনকে দ্রুত গ্রেফতারে অভিযান শুরু করেন। পরবর্তীতে বেলপুকুর থানার এসআই রিপন হোসাইন ও তার টিম বৃহস্পতিবার (২৩ মে) দিবাগত রাত ১২টায় আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিটের দেওয়া তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার বারো রাস্তার মোড় থেকে আসামি রুহুল আমিনকে গ্রেফতার করে। আরএমপি’র মুখপাত্র মো. জামিরুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়া মালামালগুলো তার বাড়িতে আছে। আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ি তল্লাশি করে ৩৫ হাজার টাকা, বিভিন্ন স্বর্ণালঙ্কার ও একটি আইফোন উদ্ধার করা হয়। অবশিষ্ট মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল