আজকের টাঙ্গাইল
  • সোমবার ১৭ জুন ২০২৪ ||

  • আষাঢ় ৩ ১৪৩১

  • || ০৯ জ্বিলহজ্জ ১৪৪৫

লালমোহনে চেয়ারম্যান প্রার্থীর কর্মীকে কুপিয়ে জখম

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৪ মে ২০২৪  

ভোলার লালমোহন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে উত্তপ্ত হতে শুরু করেছে মাঠ। শুক্রবার বিকেলে উপজেলার কালমা ইউনিয়নে রুহুল আমিন নামে ৫৫ বছর বয়সী এক ব্যক্তিকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে দুর্বৃত্তরা। রুহুল আমিন ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বালুরচর এলাকার দানু মুন্সি বাড়ির মৃত আব্দুর রশিদের ছেলে। আহত রুহুল আমিন দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. আকতারুজ্জামান টিটবের কর্মী বলে জানা গেছে। দুর্বৃত্তদের দেশীয় অস্ত্রের কোপে হাতের আঙুল প্রায় বিচ্ছিন্ন করা হয় রুহুল আমিনের। এছাড়াও তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করা হয়। ওই ঘটনার পর গুরুতর আহত রুহুল আমিনকে স্থানীয়রা উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানের চিকিৎসক রুহুল আমিনকে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নেয়া হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠান। দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. আকতারুজ্জামান টিটবের ছোট ভাই মনিরুজ্জামান অভিযোগ করে বলেন, রুহুল আমিন এবং শাহিনসহ আমাদের কয়েকজন কর্মী কালমা ইউনিয়নের বালুরচর বাজারের চৌরাস্তায় পোস্টার লাগাতে যায়। এ সময় তাদের ওপর দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। গুরুতর আহত রুহুল আমিনকে চিকিৎসার জন্য বরিশাল নেয়া হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তা পরে জানানো হবে। আমরা এখন আহত রুহুল আমিনের চিকিৎসা নিয়ে ব্যস্ত রয়েছি। এ বিষয়ে লালমোহন থানার ওসি এসএম মাহাবুব উল আলম জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে এ সংক্রান্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল