আজকের টাঙ্গাইল
  • সোমবার ১৭ জুন ২০২৪ ||

  • আষাঢ় ২ ১৪৩১

  • || ০৯ জ্বিলহজ্জ ১৪৪৫

লোহাগড়া বাজারে দুর্ধর্ষ চুরি

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৪ মে ২০২৪  

নড়াইলের লোহাগড়া বাজারের মোল্যা মার্কেটের দুটি মোবাইলের দোকানে চুরি সংগঠিত হয়েছে। শুক্রবার দুপুরে দোকাদার হাদিউজ্জামান বাদী হয়ে লোহাগড়া থানায় একটি অভিযোগ করেছেন। এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময়ে এ চুরি সংগঠিত হয়। মোল্যা মার্কেটের বিসমিল্লাহ টেলিকমের মালিক হাদিউজ্জামান বলেন, বৃহস্পতিবার সারাদিন দোকানে বেচাকেনা করে রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে দোকানের সমস্ত মালামাল গুছিয়ে দোকান বন্ধ করে তালা দিয়ে বাড়িতে চলে যায়। পরদিন শুক্রবার মার্কেট বন্ধ থাকায় দোকানে আসতে দেরি হয়। দোকানে এসে দেখি আমার দোকানে অন্য তালা মারা রয়েছে। তখন আমার কাছে সন্দেহ মনে হয়। পরে বাজার কমিটির সদস্যদের ডেকে এনে তাদের সামনে তালা ভেঙে দোকানের ভেতর ঢুকে দেখি দোকানে থাকা আমার প্রায় ১৪০ পিস অ্যান্ড্রয়েড ফোন, নগদ টাকাসহ দোকানের অন্যান্য মালামাল কিছুই নেই। আমার পাশের দোকানি তাফাজ্জলের একই অবস্থা দেখতে পাই। তোয়া টেলিকমের মালিক তাফাজ্জেল বলেন, আমার দোকানের একই অবস্থা দেখে লোকজন ডেকে তাদের সামনে তালা ভেঙে দোকানে প্রবেশ করে দেখি নগদ টাকা, অ্যান্ড্রয়েড ফোন এবং অন্যান্য মালামাল কিছুই নেই। এরপর বাজার কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়ে লোহাগড়া থানায় একটি অভিযোগ দায়ের করি। লোহাগড়া বাজার বণিক সমিতির সভাপতি ইবাদত শিকদার বলেন, বাজারে প্রতিদিনই পাহারাদার থাকে। গতরাতেও (বৃহস্পতিবার) ১৭ জন বাজারে পাহারাদার পাহারা দিয়েছেন। এরমধ্যে একজন পাহারাদার আমার (সভাপতির) কাছে বলেন, গতরাতে আমরা পাহারা দিচ্ছিলাম এমন সময় একটি সাদা মাইক্রোবাস এবং কয়েকজন লোক ব্যাগ নিয়ে মার্কেটের ভেতরে প্রবেশ করে। আমরা মনে করেছি দোকানের মালিক। এজন্য তাদের কাছে কিছু জিজ্ঞেস করিনি। বণিক সমিতির সভাপতি আরো বলেন, পাহারাদার তিনজনের কাছে এ সমস্ত কথা শুনে সন্দেহ মনে হওয়ায় তাদেরকে লোহাগড়া থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। লোহাগড়া থানার ওসি কাঞ্চন কুমার রায় বলেন, লোহাগড়া বাজারে চুরির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি এবং জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে পুলিশ হেফাজতে আনা হয়েছে। এ ঘটনা তদন্ত করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল