• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

সখীপুরে করাতকল মালিককে কারাদণ্ড

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৮ আগস্ট ২০২০  

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় এক করাতকল মালিককে ২ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা এ আদালত পরিচালনা করেন।

 

এসময় পৌরসভার ৪ নং ওয়ার্ড এলাকার করাতকল মালিক ফারুক তালুকদারকে দুই মাসের কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করা হয়। ফারুক ওই ওয়ার্ডের মৃত কান্দু তালুকদারের ছেলে।

 

জানা যায়, ফারুক তালুকদার লাইসেন্স না নিয়ে দীর্ঘ দিন যাবত প্রভাব খা‌টি‌য়ে করাতকলের ব্যবসা পরিচালনা করে আসছিল। এসময় ওই করাতকলে ৪৩০ ঘনফুট আকাশমনি ও ৩০ ঘনফুট অবৈধ শাল-গজারি কাঠ পাওয়া যায়।

 

এ বিষয়ে আদালতের নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা বলেন, ওই করাতকলের লাইসেন্স না থাকায় এবং অবৈধ ৪৩০ ঘনফুট আকাশমনি এবং ৩০ ঘনফুট শাল-গজারি কাঠ পাওয়ায় ব্যবসায়ী ফারুক তালুকদার ২ মাসের কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। করাতকল লাইসেন্স ২০১২ ধারায় এ সাজা দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল