• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল
সর্বশেষ:
বারি পরিদর্শনে চীনের আনহুই একাডেমি প্রতিনিধি দল সব অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বন্ধের উদ্যোগ নেয়া হবে এভিয়েশন খাতের উন্নয়নে বাংলাদেশের সাথে কাজ করতে চায় যুক্তরাজ্য বর্তমান সরকারের আমলে কোন শিশুই অবহেলিত থাকবে না: ডেপুটি স্পিকার বিশ্বকবি’র ১৬৩তম জন্মবার্ষিকী আগামীকাল সবাইকে নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সুবিধা পৌঁছে দেয়া সম্ভব হবে উপজেলা নির্বাচনে যেকোন অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে কাল খাগড়াছড়ি জেলার ৪ নির্বাচন, হেলিকপ্টারে পাঠানো হয়েছে ব্যালট বৃষ্টিতে সম্পূর্ণ নিভেছে সুন্দরবনের আগুন ডেঙ্গুতে মাকে হারিয়েছি, আর কারো মা যেনো না হারায় সে জন্য কাজ করবো

কিশোরগ্যাং "SWAG 47" এর ৬ সদস্য গ্রেপ্তার

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৪  

আলোচিত কিশোরগ্যাং "SWAG 47" এর ৬ সদস্যকে ধারালো অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার দিবাগত রাতে ফেনী শহরের মধ্যম রামপুর থেকে তাদের গ্রেফতারের পর শুক্রবার আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছেন- ফেনীর সোনাগাজী উপজেলার বাদাদিয়া গ্রামের মাইনুদ্দিন মানিকের ছেলে মো. মাহি (২২), গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার জরম নদী গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে মো. মানিক (১৮), বারাহীগুনী গ্রামের আবুল হোসেনের ছেলে মো. বাবু (১৯), মিয়াজি সড়কের স্বপনের ছেলে মো. আসিফ (১৮), পাঁচগাছিয়া গ্রামের রাজিবের ছেলে মো. আরমান (১৯), সুন্দরপুর গ্রামের মাইন উদ্দিনের ছেলে মো. সৈকত (১৭)। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ফেনী শহরের মধ্যম রামপুর রাস্তার মাথায় অভিযান চালানো হয়। এ সময় ফেনীর আলোচিত কিশোরগ্যাং "SWAG 47" এর ৬ সদস্যকে ধারালো অস্ত্রসহ গ্রেফতার করা হয়। ফেনীস্থ র‌্যাব-৭ এর কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত কিশোরগ্যাং "SWAG 47" এর সদস্যদের তল্লাশী করে ১টি স্টিলের চাকু ও ১টি পোল্ডিং চাকু পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা নিজেদেরকে কথিত "SWAG 47" নামক কিশোরগ্যাং সদস্য বলে জানিয়েছেন। পরে শুক্রবার তাদেরকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, র‌্যাবের হাতে গ্রেফতারকৃত ৬ জনের বিরুদ্ধে মামলা রেকর্ডের পরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল