• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

তীব্র দাবদাহ, পথচারীদের জন্য বিনামূল্যে পানির বুথ স্থাপন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৪  

নরসিংদীর মনোহরদীতে স্থাপন করা হয়েছে সুপেয় পানির বুথ। যেখান থেকে পথচারী-সাধারণ মানুষ বিনামূল্যে পানি ও খাবার স্যালাইন খেতে পারছে। শুক্রবার বেলা ১২টার দিকে মনোহরদী বাসষ্ট্যান্ডে ওই কার্যক্রমের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাছিবা খান। এক ইজিবাইক চালক বলেন, বিনামূল্যে পানির ব্যবস্থা আমাদের জন্য খুবই উপকার হয়েছে। এই গরমে গাড়ি চালিয়ে বাসস্ট্যান্ড এসে এক গ্লাস ঠান্ডা স্যালাইনের পানি খেলে শরীরে অনেকটাই আরাম পাওয়া যাবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাছিবা খান বলেন, চলমান তীব্র দাবদাহে সাধারণ পথচারী, শ্রমিক, মজুর, রিকশা-ভ্যান চালক ও যাদের কায়িক পরিশ্রম হয় তাদের পানি পানের সুবিধার জন্য এই ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়াও অধিক পরিশ্রমী ও ঘর্মাক্ত পথচারীরা যেন খাবার স্যালাইন খেতে পারে তারও ব্যবস্থা রয়েছে। তিনি আরো বলেন, যতদিন এই তাপদাহ থাকবে, ততদিন এই কার্যক্রম চলমান থাকবে। উপজেলার হাতিরদিয়া ও চালাকচর বাসষ্ট্যান্ডে আরে দুটি সুপেয় পানির বুথ স্থাপন করা হবে বলে তিনি জানান।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল