• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ৫ ব্যবসায়ী আটক

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৭ মে ২০২০  

কুড়িগ্রামের রৌমারীতে বিভিন্ন এলাকায় বিজিবি অভিযান চালিয়ে ৭ হাজার ৩’শ ৮৫ পিছ ইয়াবা, সাড়ে ১০ কেজি গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। 

 

১৬ মে (শনিবার) ভোররাতে জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবি’র অধিনায়ক লে: কর্নেল এসএম আজাদ, এসইউপি এর সার্বিক দিক নির্দেশনায় জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ঝাউডাংগা বিওপির হাবিলদার নজরুল ইসলামের নেতৃত্বে একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৮০ বাংলাদেশ অভ্যন্তরে দক্ষিণ রহিমপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। 

 

এসময় রৌমারী উপজেলার ৩ মাদক ব্যবসায়ীসহ ২ লাখ ২৬ হাজার ৫’শ টাকা মূল্যের ১৩৫ পিছ ইয়াবা ট্যাবলেট, ১টি (্এ্যাপাসি ১৫০ সিসি) মোটরসাইকেল এবং ৩টি মোবাইল ফোন আটক করতে সক্ষম হয়। 

 

আটককৃত আসামীরা হলেন উপজেলার দক্ষিন আলগারচর গ্রামের আমিনুল ইসলামরে ছেলে সুজন (৩০), ময়নাল হকের ছেলে সবুজ (৩৩) বকশিগঞ্জ উপজেলার পিয়ারচর গ্রামের সুলতান আলীর ছেলে শাহিজল (২৮)। আটককৃত আসামীদের দেওয়ানগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।  

 

অপর দিকে বাঘারচর ক্যাম্পের বিজিবি’র টহলদল গোপন সংবাদের ভিত্তিতে হাবিলদার শাহজাহান আলীর নেতৃত্বে একটি টহলদল আন্তর্জাতিক সীমান্ত ১০৭৩ পিলারের বাংলাদেশের অভ্যন্তরে মাখনেরচর এলাকায় রাত ১১ টার দিকে মাদক পাচারকালে অভিযান চালিয়ে ৬ হাজার ৮’শ ৫০ পিছ ইয়াবা ও সাড়ে ১০ কেজি গাঁজা আটক করেন। যার মুল্য ২০ লাখ ৯১ হাজার ৭’শ ৫০ টাকা। 

 

একই ক্যাম্পের বিজিবি আরেকটি অভিযানে ২ লাখ ৯১ হাজার টাকার মুল্যে ৪’শ পিছ ইয়াব,(এ্যাপাসি ১৫০ সিসি) মোটর সাইকেল, ১টি মোবাইল ফোনসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেন। আসামীরা হলেন শেরপুর উপজেলার মাঝপাড়া গ্রামের চাঁন মিয়ার ছেলে ইরানী (৩৫), -দেওয়ানগঞ্জ উপজেলা, ডাংধরা গ্রামের মাইজ উদ্দিনের ছেলে হাফিজুর রহমান (২৮)।

 

এবিষয় জামালপুর ৩৫ বিজিবি’র অধিনায়ক লে: কর্নেল এসএম আজাদ জানান, আমি মাদকের বিরুদ্ধে যদ্ধু ঘোষনা করেছি এ যদ্ধু অব্যাহত থাকবে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল