• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ঘরেই বানান ‘তান্দুরি চা’

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৯  

তান্দুরি চায়ের কথা শুনলেই মনে পরে তন্দুরী চিকেনের কথা। খেতে অসাধারণ হয় এই চা। একবার খেলে ভিন্ন স্বাদের এই চা আপনাকে বারবারই তৈরি করতে হবে।

 

তাই আজ সাধারণ চা ভুলে তৈরি করে ফেলুন তান্দুরি চা। চলুন তবে জেনে নেয়া যাক তান্দুরি চা তৈরির সহজ রেসিপিটি-

 

উপকরণ: দুধ দেড় কাপ, পানি দেড় কাপ, চা পাতা ২ টেবিল চামচ, চিনি ২ চা চামচ, লেবু পাতা ১ টেবিল চামচ, পুদিনা পাতা ১ টেবিল চামচ, চা মসলা স্বাদ অনুযায়ী, তন্দুরির জন্য প্রয়োজনীয় একটি মাটির পাত্র।

 

প্রণালী: মাটির পাত্রটিকে আগুনের আঁচে বসিয়ে রাখুন দশ মিনিট। চায়ের জন্য পানি একটু ফুটতে শুরু হলে তাতে চিনি, চা পাতা, লেবু পাতা, পুদিনা পাতা ও চা মসলা মেশান। সব মসলা মিশে পানি সম্পূর্ণ ফুটে এলে এবার তাতে দুধ মেশান ও আরো দু’মিনিট আঁচে বসিয়ে রাখুন।

 

গরম মাটির পাত্রটি আর একটি বড় মাটির পাত্রে রাখুন। এবার ছাঁকনি দিয়ে ছেঁকে চা ঢেলে দিন। এই অবস্থায় ফোটান আরো কিছুক্ষণ। এবার মাটির পাত্রে ঢেলে গরম গরম পরিবেশন করুন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল