• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

কারিগরি শিক্ষায় বিনিয়োগের সুফল পাচ্ছে বাংলাদেশ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৪  

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি) এবং দক্ষতা উন্নয়নে বড় বিনিয়োগের সুফল পাচ্ছে বাংলাদেশ। ২০০৭ সাল থেকে এ ধরনের বিভিন্ন খাতে বড় অংকের বিনিয়োগ হচ্ছে দেশে। এর আগে একটি জাতীয় দক্ষতা উন্নয়ন নীতি প্রণয়ন করা হয়। পাশাপাশি শ্রমশক্তির মানোন্নয়নে একটি সমন্বিত জাতীয় যোগ্যতা কাঠামো বা ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক প্রণয়ন করা হয়। একইসঙ্গে প্রথাগত তাত্ত্বিক কারিগরি শিক্ষাব্যবস্থাকে শিল্প এবং কলকারখানা উপযোগী দক্ষতাভিত্তিক ব্যবস্থায় রুপান্তরের কাজও চলছে। আন্তর্জতাতিক শ্রম সংস্থা (আইএলও) স্কিলস অ্যান্ড অ্যামপ্লয়মেন্ট ফোরামে বাংলাদেশের এ অগ্রগতির কথা তুলে ধরা হয়। সুইজারল্যান্ডের জেনেভায় আইএলও সদর দপ্তরে দুই দিনের এ সম্মেলন গত বুধবার শেষ হয়েছে। পরিবর্তনশীল বিশ্বে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের চ্যালেঞ্জ এবং অংশীদারিত্ব নিয়ে কাজ করা আইএলওর সদস্য বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধিরা এতে অংশ নেন। সম্মলেনের বাংলাদেশ-সংক্রান্ত অধিবেশনে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। নিয়োগকর্তা ও শ্রমিক সংগঠনের সিনিয়র প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন প্রধান উন্নয়ন অংশীদার, ইউরোপীয় ইউনিয়ন এবং কানাডা সরকারের প্রতিনিধিরা। আইএলওর স্কিলস অ্যান্ড এম্প্লয়মেন্ট ব্রাঞ্চ প্রধান শ্রীনিবাস রেড্ডি সেশনটি পরিচালনা করেন, দক্ষতা উন্নয়নে বাংলাদেশের প্রধান অর্জনগুলোকে একটি ভিডিও প্রদর্শনের মাধ্যমে শুরু হয়। আইএলওর মহাপরিচালক গিলবার্ট এফ. হংবো অধিবেশনে অংশগ্রহণ করেন। হংবো বাংলাদেশের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সরকার, আইএলও, ইইউ এবং কানাডার মধ্যে দীর্ঘমেয়াদী ফলপ্রসু অংশীদারিত্বের প্রশংসা করেন। বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত ও প্রতিনিধিদলের প্রধান চার্লস হোয়াইটলি শুধু দেশীয় কর্মসংস্থানের জন্য নয়। আন্তর্জাতিক শ্রমবাজারের জন্যও বাংলাদেশি কর্মশক্তির সক্ষমতা বৃদ্ধিতে ইইউর প্রতিশ্রুতি তুলে ধরেন। তিনি ইইউতে বাংলাদেশি দক্ষ কর্মীদের বৈধ অভিবাসনের লক্ষ্যে অংশীদারিত্বের ঘোষণা দেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল