• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

মির্জাপুরে প্রাণ ফিরে পাওয়ার আশায় লাশ ছাইচাপা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৯ জুলাই ২০২৩  

টাঙ্গাইলের মির্জাপুরে নৌকাডুবে বরের বড় ভাইসহ তিনজনের মৃত্যু হয়েছে। এতে মির্জাপুরে টুটুল চৌধুরীর বাড়িতে বিয়ের আনন্দের পরিবর্তে চলছে আহাজারি।

এরমধ্যে মৃত দুইজনের প্রাণ ফিরে পেতে তিন ঘণ্টা লাশ ছাইচাপা দিয়ে রাখা হয়। এরপর শুক্রবার বেলা ১১টার দিকে তাদের দাফন করা হয়।

এর আগে, বৃহস্পতিবার বিকেলে মির্জাপুর উপজেলার তরফপুর দক্ষিণপাড়া গ্রামে জনবুইড়া বিল পার হওয়ার সময় বরযাত্রীবাহী একটি নৌকা ডুবে যায়। এতে বর টুটুলের বড় ভাই সিঙ্গাপুর প্রবাসী রিপন চৌধুরী ও তার চাচাতো ভাই ইতালি প্রবাসী কহিনুর মিয়ার মেয়ে স্নেহা আক্তার এবং তাদের এক আসিফ মিয়ার ডুবে মৃত্যু হয়।

মৃত রিপন চৌধুরীর বাড়ি এখন লোকশূন্য। তবে মাঝে মধ্যে দলে দলে আশপাশের বাড়ির মানুষ আসছেন। তাদের অনেকেই আফসোস করছেন। শুক্রবার নির্ধারিত বউভাতের অনুষ্ঠানে অতিথিদের আপ্যায়নের জন্য সাজানো প্যান্ডেলটি আছে। তবে সেখানকার সব চেয়ার-টেবিল এলোমেলো। এদিন বিকেলে ডেকোরেশনের লোকজন বিয়ের গেট ও প্যান্ডেল খোলার কাজ করছিলেন।

রিপনের ছোট ভাই বর টুটুল চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে সিঙ্গাপুরে থাকেন রিপন। বিয়ে উপলক্ষে গত ১৭ জুলাই দেশে আসেন তিনি।

নৌকাডুবিতে মৃত শিশু স্নেহা ও রিপন চৌধুরীর লাশ প্রাণ ফিরে পাওয়ার আশায় বৃহস্পতিবার রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত ছাই দিয়ে ঢেকে রাখা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন বর টুটুল চৌধুরী এবং গ্রামের বাসিন্দা উজ্জ্বল মিয়া।

এছাড়া মৃত আসিফকে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় মির্জাপুর সদর কবরস্থান মসজিদে জানাজা শেষে সদর কবরস্থানে দাফন করা হয়। আর শুক্রবার বেলা ১১টার দিকে মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের মুন্দিরাপাড়া গ্রামে পরপর রিপন চৌধুরী এবং স্নেহার লাশ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল