• মঙ্গলবার ১৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ৩১ ১৪৩১

  • || ০৫ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

নাটোরে দিন ব্যাপী হজ্জ প্রশিক্ষণ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৪  

জেলায় দিন ব্যাপী হজ্জ প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। আজ রোববার সকাল দশটায় স্থানীয় অনিমা চৌধুরী মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রশিক্ষণে হজ্জের নিয়ম-কানুন, আবাসন, পরিবহন, চিকিৎসা, কুরবানী ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলো অবহিত হতে পারবেন। প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে হজ্জ গমণেচ্ছু ব্যক্তিরা সমৃদ্ধ হবেন এবং সফলভাবে হজ্জ পালনে সক্ষম হবেন। ইসলামিক ফাউন্ডেশন নাটোর জেলা কার্যালয়ের উপ পরিচালক মুহাম্মদ ইমামুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম। জেলা থেকে চলতি বছরে সরকারী ও বেসরকারী পর্যায়ে হজ্জ গমনে নিবন্ধিত ৫৫০ ব্যক্তি এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে দিন ব্যাপী হজ্জ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল