• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

বাসাইলে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৪ আগস্ট ২০২১  

টাঙ্গাইলের বাসাইলে স্বাস্থ্যবিধি মেনে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো. আওয়াল মিয়ার লাশ দাফন করা হয়েছে। মঙ্গলবার (২৪ আগষ্ট) বেলা আড়াইটার দিকে ফুলকী পশ্চিমাাড়া বাজার সংলগ্ন ঈদগাহ মাঠে বীর মুক্তিযোদ্ধা মো. আওয়াল মিয়াকে গার্ড অব অনার দেওয়া হয়।

বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান নুরেন তার মরদেহে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান এবং সহকারী কমিশনার নাহিয়ান নুরেন রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।

এ সময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের মুক্তিযোদ্ধা কামান্ড কাউন্সিলের বীর মুক্তিযোদ্ধা, এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ নানা শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পরে ফুলকী পশ্চিমপাড়া সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়। বীর মুক্তিযোদ্ধা আওয়াল মিয়া উপজেলার ফুলকী পশ্চিমপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ২৪ আগস্ট ভোর ৫টার দিকে বার্ধক্যজনিত কারণে গ্রামের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন হৃদরোগ ও প্যারালাইসড রোগে ভোগিছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল