• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

২০ লাখ টাকার চোরাই রাবার সহ মধুপুরে দু’জন আটক

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৩ মার্চ ২০২০  

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় ২০ লাখ টাকার অপরিশোধিত চোরাই রাবার ভর্তি কাভার্ড ভ্যানসহ বাবুল মিয়া (৪৮) ও আব্দুর রহমান (৩১) নামে দু’জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) ভোরে পীরগাছা বাগান এলাকার কাছেই গরম বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে করেছে ময়মনসিংহের মুক্তাগাছার ২-আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ ঘটনায়  মধুপুর থানায় সকাল ৯টার দিকে একটি মামলা দায়ের করা হয়েছে।

এপিবিএন-এর পরিদর্শক (নিরস্ত্র) মো. কাইয়ুম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে কাভার্ডভ্যান বোঝাই করে পাচারের সময় ১০ মে. টন অপরিশোধিত চোরাই কাঁচা রাবার উদ্ধার করা হয়েছে। এর আনুমানিক মূল্য- ২০ লাখ টাকা।

তিনি আরও জানান, অভিযান পরিচালনার সময় রাবার পাচারের সঙ্গে জড়িত নারায়ণগঞ্জের সৈয়দপুরের ফকিরেরবাড়ী গ্রামের কামাল ফকিরের ছেলে আ. রহমান ও স্থানীয় পীরগাছা বাগান এলাকার আব্দুস সামাদের ছেলে মো. বাবুল মিয়াকে আটক করা হয়েছে। বাকি বেশ কয়েকজন পালাতে সক্ষম হয়েছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল