• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

১১২ মডেল মসজিদ নির্মাণে দরপত্র আহ্বান

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০১৯  

১১২ মডেল মসজিদ নির্মাণে দরপত্র আহ্বান

১১২ মডেল মসজিদ নির্মাণে দরপত্র আহ্বান

ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ বলেছেন, জেলা ও উপজেলায় পর্যায়ক্রমে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ প্রকল্পের আওতায় ৩৪৬টি স্থান চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে ১১২টির দরপত্র আহ্বান করা হয়েছে। ২০২০ সালের ডিসেম্বরের মধ্যে মসজিদগুলোর নির্মাণকাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য মো. ইসরাফিল আলমের (নওগাঁ-৬) লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

ধর্ম প্রতিমন্ত্রী আরও জানান, জেলা পর্যায়ে চার তলাবিশিষ্ট এই মসজিদগুলো নির্মাণের জন্য প্রায় ১৫ কোটি টাকা এবং উপজেলা পর্যায়ে তিনতলা মসজিদের জন্য প্রায় ১৩ কোটি টাকা ব্যয় হবে।

হাজিদের জন্য মোবাইল অ্যাপ

চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম আবদুল লতিফের লিখিত প্রশ্নের জবাবে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, হজ-সংক্রান্ত বিভিন্ন তথ্য জানার জন্য মোবাইল অ্যাপস চালু করা হয়েছে। একই সঙ্গে এসএমএসের মাধ্যমে হজযাত্রীদের প্রাক-নিবন্ধন, নিবন্ধন, ফ্লাইটের তথ্য, স্বস্থ্য সনদ প্রাপ্তির তথ্য, প্রশিক্ষণের সময়সূচি জানানোর উদ্যোগ নেয়া হয়েছে।

এছাড়া সৌদি আরবে হারানো হাজি, হারানো লাগেজ এবং সরকারি বাড়ি ব্যবস্থাপনা ডিসপ্লে বোর্ড স্থাপন করা হবে। 

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল