• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

সালাউদ্দীন আহম্মদের কবিতা- আমাদের গাঁয়ের নদী

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০১৯  

ঐ গ্রামেই আমার বাড়ি
পাশেই বিরাট নদী,
আস্তে গেলে সময় লাগবে
হেঁটে চল জলদি।

 

এগিয়ে চল দেখতে পাবে
লিচু গাছের বন,
ঐখানেতে পড়ে থাকতো
আমার অবুজ মন।

 

নদীতে অনেক মাছ দেখা যায়
ইলিশ, বোয়াল, রুই,
হাত দিয়ে ধরলে পাবে
গোঁচি, ট্যাংরা, পুটি আর কৈই।

 

খাইতে দিব দুপুর বেলা
বোয়াল মাছের ঝোল,
রাতের বেলা টেংরা আর
সকাল বেলা বোয়াল। 

 

গল্প করবো দু'জন মিলে
ঘুমাবো একসাথে, 
নৌকাযোগে ঘুরবো মোরা
আমাদের গাঁয়ের নদীতে।।

 

 

 

লেখক ও সাংবাদিক

সম্পাদক,

সোনার বাংলা সাহিত্যের আলো

পোরশা, নওগাঁ।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল