• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

সখীপুরে পরীক্ষা কেন্দ্রে মোবাইল ব্যবহার করায় হল সুপারকে অব্যাহতি

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২০  

টাঙ্গাইলের সখীপুরে এসএসসি পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করায় সখীপুর পাইলট বালক স্কুল এন্ড কলেজ কেন্দ্রের হল সুপার মতিউর রহমান ভূইয়াকে পদ থেকে অব্যহতি দেয়া হয়েছে। এছাড়াও তাকে সরকারি নির্দেশ অমান্য করায় জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৯ ফেব্রুয়ারি) ইংরেজী দ্বিতীয়পত্র পরীক্ষা চলাকালীন ওই শিক্ষকের কাছে দায়িত্বরত অবস্থায় মোবাইল ফোন বেজে উঠলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা এ অর্থদন্ড প্রদান করেন। মতিউর রহমান ভূইয়া উপজেরার গজারিয়া শান্তিকুঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।


 
সখীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা বলেন, সরকারী নির্দেশনা উপেক্ষা করে পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত অবস্থায় মুঠোফোন ব্যবহার করায় পাইলট বালক স্কুল এন্ড কলেজ কেন্দ্রের হল সুপার মতিউর রহমান ভূইয়াকে ২শ’ টাকা জরিমানা ও হল সুপার পদ থেকে অব্যহতি দেয়া হয়েছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল