• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

শ্রীবরদীতে বৈদেশিক কর্মসংস্থানে প্রেসব্রিফিং

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২০  

“জেনে বুঝে বিদেশ যাই, অর্থ, সম্মান দুটোই পাই” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদী উপজেলা পরিষদের সোমেশ্বরি হলে মঙ্গলবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে।

 

বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা” শীর্ষক প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনার বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্থায়ন ও সহায়তায় উপজেলা পরিষদের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে  প্রজেক্টর ও প্রচার পত্রের মাধ্যমে বৈদেশিক কর্মসংস্থানের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন, শেরপুর সরকারি কারিগড়ি প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্র্াক্টর আরিফুর রহমান।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ শামছুর রহমান সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী লাল প্রমূখ।

 

এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, স্থানীয় গন্যমাধ্যম কর্মী, শিক্ষক ও নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গ অংশ গ্রহণ করেন  

 

 

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল