• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

শেখ হাসিনা বাংলাদেশে প্রথম প্রণোদনার ঘোষণা দিয়েছেন-ডেপুটি স্পীকার

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৪ জুলাই ২০২০  

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার আলহাজ্ব এ্যাড. ফজলে রাব্বী মিয়া এম.পি মহামারী এই করোনার মধ্যে বিশ্বের কোন দেশই প্রণোদনার ঘোষণা দিতে পারে নি। কিন্তু জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশেই প্রথম প্রণোদনার ঘোষণা দিয়েছেন। করোনা ভাইরাসে বাংলাদেশের অর্থনৈতিক চাকা বন্ধ হয়ে পড়েছিল। এমতাবস্থায় দেশের মানুষ যাতে না খেয়ে মারা না যায় তা উপলব্ধি করে মাননীয় প্রধানমন্ত্রী তার মেধা দিয়ে শিল্প কারখানা চালু করে দেশের অর্থনৈতিক চাকা স্বচল রেখেছেন। পাশাপাশি শ্রমিকদের প্রণোদনার ব্যবস্থাও করেছেন। ৪ জুলাই শনিবার গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়ন পরিষদ চত্বরে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন জাহাঙ্গীর, উপজেলা প্রকৌশলী ছাবিউল ইসলাম, সাঘাটা থানা অফিসার ইনচার্জ বেলাল হোসেন, ভরতখালী ইউপি চেয়ারম্যান সামছুল আজাদ শীতল প্রমুখ।

এছাড়াও ওই দিন তিনি সাঘাটা, ঘুড়িদহ, জুমারবাড়ী ও হলদিয়া ইউনিয়নে সরেজমিনে গিয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময় সাঘাটা ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন সুইট, ঘুড়িদহ ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জুমারবাড়ী ইউপি চেয়ারম্যান রোস্তম আলী আকন্দ, হলদিয়া ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী প্রধান উপস্থিত ছিলেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল