• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

রাজধানীতে ৪৯ লাখ ভারতীয় নকল রুপিসহ গ্রেফতার ৮ জন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২০  

রাজধানী ঢাকার সবুজবাগ থেকে ভারতীয় নকল রুপি ও নকল রুপি তৈরি করার সরঞ্জামসহ আটজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ সময় ৪৯ লাখ জাল রুপি উদ্ধার করা হয়েছে। ডিবি উত্তর বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও প্রতিরোধ টিম এ অভিযান চালায়। 

গ্রেফতারকৃতরা হলো- মো. বশির উদ্দিন (৫১), মো. মনিরুজ্জামান (৩৫), মো. মনির হোসেন (৩২), মো. আ. কাদের ওরফে আল আমিন (৬২), মো. এনামুল হক আশারী (৩২), মো. আকবর আলী (৩০), মো. কবির হোসেন (৩৫) ও মো. সোহেল মাহমুদ (২৮)।

 

ডিবি উত্তর বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার শাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

 

তিনি জানান, গোপন সংবাদে জানা যায়, সবুজবাগ থানার কদমতলী এলাকায় একটি ফ্ল্যাটে অবৈধভাবে ভারতীয় জাল রুপি তৈরি করা হয়। এ তথ্যে কদমতলীর ৩৫/১ নম্বর বাড়ির ৬ তলার একটি ফ্ল্যাটে  অভিযান চালানো হয়। অভিযানের সময় ৪৯ লাখ ভারতীয়  জাল রুপি ও সরঞ্জামসহ আটজনকে গ্রেফতার করা হয়। এছাড়া জাল রুপি তৈরিতে ব্যবহৃত ১টি ল্যাপটপ, ৪টি প্রিন্টারসহ জাল রুপি তৈরির অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

 

তিনি আরো জানান, গ্রেফতার মো. বশির উদ্দিন ভারতীয় জাল রুপি তৈরির কারখানার অর্থের যোগানদাতা ও মূল হোতা। সে তার সহযোগিদের মাধ্যমে ভারতীয় জাল রুপি তৈরি ও সীমান্তবর্তী এলাকায় বিক্রি করে। বশিরের কাছ থেকে গ্রেফতার এনামুল ও আকবর এক লাখ ভারতীয় জাল রুপি ২১ হাজার টাকায় কিনে ভারতীয় নাগরিকদের কাছে ২৫ হাজার টাকায় বিক্রি করে। এ ঘটনায় সবুজবাগ থানায় মামলা করা হয়েছে।

 

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল