• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

যুক্তরাষ্ট্রের মিশিগানে বঙ্গবন্ধুর প্রথম স্থায়ী প্রতিকৃতি স্থাপন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২০ আগস্ট ২০২০  

মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেটে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম স্থায়ী প্রতিকৃতি স্থাপন করা হয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মিশিগান স্টেট যুবলীগের উদ্যোগে ১৬ আগস্ট সন্ধ্যায় হ্যামট্রাম্যাক শহরের বাংলাদেশ অ্যাভিনিউয়ে (কনান্ট স্ট্রিট) পাথরের তৈরি ৯ ফুট লম্বা ও ৫ ফুট প্রশস্ত এই ম্যুরাল উন্মোচন করা হয়।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিশিগান ১৪ ডিস্ট্রিকের কংগ্রেসওম্যান ব্রেন্ডা লরেন্স। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৯ ডিস্ট্রিকের মিশিগান স্টেট সিনেট সদস্য পল ওজনো ও ২৮ ডিস্ট্রিকের হাউস অব রিপ্রেজেনটেটিভ লরি স্টোন। প্রতিকৃতি উদ্বোধন করেন যুক্তরাষ্ট্র আওয়ামী যুবলীগের আহ্বায়ক একেএম তারিকুল হায়দার চৌধুরী।

 

ব্রেন্ডা লরেন্স তার বক্তব্যে বলেন, শেখ মুজিবুর রহমানের মতো একজন বিশ্বমানের রাজনৈতিক নেতার প্রতিকৃতি স্থাপন অনুষ্ঠানে থাকতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। তার আদর্শ এখনও বিশ্বের মানুষের কাছে অনুসরণীয়।

 

মিশিগান স্টেট যুবলীগের সভাপতি জাহেদ মাহমুদ বলেন, এ প্রতিকৃতি দেখে আমেরিকায় বেড়ে ওঠা বাংলাদেশি ও আমেরিকার অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষ বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গৌরবময় কর্মজীবন সম্পর্কে জানতে আগ্রহী হবে বলে আমার বিশ্বাস।

 

অনুষ্ঠানের অতিথি এবং যুক্তরাষ্ট্র আওয়ামী যুব লীগ আহ্বায়ক কমিটির সদস্য রিয়াজুল কাদের লস্কর মিঠু জানান, মিশিগান আওয়ামী যুবলীগের মাধ্যমে আমরা একটি ইতিহাস গড়লাম। যুক্তরাষ্ট্রের মাটিতে এটাই প্রথম বঙ্গবন্ধুর স্থায়ী প্রতিকৃতি।

 

মিশিগান স্টেট যুবলীগের সভাপতি জাহেদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শেখ বদরুদ্দোজা জুনেদ। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইকুল ইসলাম, মিশিগান আওয়ামী লীগ সভাপতি আবদুস শাকূর মাখন, মিশিগান মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহীদুর রহমান জাবেদ অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

 

অনুষ্ঠানে আসা অন্তত দুইশ’ নেতাকর্মী ও দর্শক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। প্রতিকৃতির চারপাশে লাগানো হয়েছে নানা ধরনের ফুলের গাছ। নিরাপত্তার জন্য বসানো হয়েছে দুটি সিসি ক্যামেরা। রয়েছে বৈদ্যুতিক আলোর ব্যবস্থাও।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল