• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

যুক্তরাষ্ট্রে ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে ১৬ হাজার মানুষের মৃত্যু

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২০  

মার্কিন যুক্তরাষ্ট্রে চলমান বছরের মৌসুমি ইনফ্লুয়েঞ্জার প্রকোপে প্রায় ১৬ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এমন তথ্য জানিয়েছে দেশটির  সংবাদমাধ্যম ‘হাওয়াই নিউজ নাউ’।

সংবাদমাধ্যমটি’র তথ্যানুযায়ী, দেশটির রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কেন্দ্র ঘোষণা করেছে, ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে প্রাণ হারানো ১৬ হাজার মানুষের মধ্যে ১০৫ জন ছিল শিশু।

 

ওই কেন্দ্র ধারণা করছে, চলতি বছর প্রায় দুই কোটি ৯০ লাখ মানুষ ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়েছে যাদের মধ্যে দুই লাখ ৮০ হাজার ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তবে মৌসুমি ইনফ্লুয়েঞ্জার প্রকোপ পুরোপুরি শেষ হওয়ার আগেই দেশটির জনগণ এখন করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আতঙ্কে রয়েছেন।

 

দেশটিতে এখন পর্যন্ত বহু মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হওয়া সত্ত্বেও সরকারের পক্ষ থেকে তেমন কিছুই জানানো হচ্ছে না। এদিকে মার্কিন কংগ্রেসের প্রতিনিধিরা করোনাভাইরাস মোকাবিলায় সরকারের কোনো কর্মসূচি দেখা না যাওয়ায় ট্রাম্প প্রশাসনের কড়া সমালোচনা করেছেন।

 

রিপাবলিকান সিনেটর মিট রমনি বলেছেন, করোনাভাইরাস মোকাবিলায় সরকারের কোনো কার্যক্রম চোখে পড়ছে না। এছাড়া ডেমোক্র্যাট সিনেটর জ্যাক শোমার বলেছেন, করোনাভাইরাস নিয়ে ট্রাম্প প্রশাসন কিংকর্তব্যবিমুঢ় অবস্থায় রয়েছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল