• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

যমুনায় পানি বৃদ্ধি; তলিয়ে যাচ্ছে প্রণোদনার রোপাধান

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২০  

ষষ্ঠ দফায় বাড়ছে সিরাজগঞ্জের কাজিপুর পয়েন্টে যমুনার পানি। সিরাজগঞ্জ পাউবো’র তথ্যমতে গত চব্বিশ ঘন্টায় উজান থেকে নেমে আসা ঢল ও বর্ষণে ৫৬  সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে পূর্বের কয়েকদফা বন্যার ক্ষতি পুষিয়ে নিতে সরকার প্রদত্ত প্রণোদনার ধানের সর্বশেষ চারাগুলোও পানিতে তলিয়ে যাচ্ছে। 

 কাজিপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, গত কয়েক দফা বন্যায় কাজিপুরে আউশ এবং রোপা আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। তাদের দেয়া  ৮ জুলাইয়ের তথ্যমতে  আউশ ৬১০ হেক্টর, রোপা আমন বীজতলা ৩৫০ হেক্টর, ২২ জুলাইয়েরে তথ্যমতে রোপা আউশ ৬১০ হেক্টর রোপা আমন ৪৭০ হেক্টর এবং সর্বশেষ ৮ আগস্টের তথ্যমতে রোপা আউশ ৬১০হেক্টর,  রোপা আমন ৪৭৫ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। 

এই ক্ষতি পুষিয়ে নিতে উপজেলা কৃষি অফিস গত দুই সপ্তাহ পূর্বে সরকারি সহায়তায় বীজতলায় চারা উৎপাদন করে ক্ষতিগ্রস্ত নয়শ কৃষককে দিয়েছিলো। কৃষকেরা সেই চারাও জমিতে রোপন করেছেন। কিন্তু যমুনার পানি বৃদ্ধির ফলে গত চব্বিশ ঘন্টায় প্রায় ৮৯ হেক্টর জমির রোপা আমন সহ আরও উঠতি ফসল নিমজ্জিত হয়ে পড়েছে। পানি বৃদ্ধির যে অবস্থা তা অব্যাহত থাকলে কাজিপুরের চরাঞ্চলের প্রায় আশিভাগ রোপা আমন ধান পানিতে তলিয়ে যেতে পারে। উপজেলার নতুন মাইজবাড়ি চরের কৃষক শাহীনুর আলম  জানান, “ দুই দফায় আমার চার বিঘা জমির রোপাধান গ্যাছে। অফিস থাইক্যা চারা আইনা লাগাইছিলাম। তাও গেলো। এখন কি করমু!” 

কাজিপুর উপজেলা কৃষি অফিসার রেজাউল করিম জানান, “ যমুনায় পানি বৃদ্ধির ফলে রোপা আমন ধানখেত পানিতে নিমজ্জিত হচ্ছে। আমরা মাঠে তৈরি রয়েছি। প্রকৃতির এই বিপদ কেটে গেলেই নতুন করে চিন্তা করতে হবে। ”

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল