• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

মির্জাপুরে ৫ ইটভাটা মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৬ জানুয়ারি ২০২১  

পরিবেশ আইন না মেনে ইট পোড়ানো ও পরিবেশ অধিদপ্তর এবং জেলা প্রশাসন কার্যালয়ের অনুমোদন না থাকায় টাঙ্গাইলের মির্জাপুরে ৫টি ইটভাটাকে ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়াও প্রত্যেকটি টি ইটভাটার চুল্লি ভেঙ্গে দেওয়া হয়েছে। বুধবার (৬ জানুয়ারি) দিনব্যাপী পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আর্থিক জরিমানা ও চুল্লি ভেঙ্গে দেওয়া হয়।

এ সময় টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম, সহকারি পরিচালক সজীব কুমার ষোষ, মির্জাপুর ইটভাটা মালিক সমিতির সভাপতি মুক্তার আলী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম জানান, পরিবেশ আইন না মেনে ইট পোড়ানো কারণে মির্জাপুর উপজেলার ৬ টি ইটভাটা মালিককে আর্থিক জরিমানা করা হয়েছে। একই সাথে ইটভাটার চুল্লি ভেঙ্গে দেওয়া হয়েছে। ভাই ভাই ব্রিকস, দিশা আশা ব্রিকস, হাকিম এন্টার প্রাইজ, স্টার স্টাইল ব্্িরকস ও এসবিএম ব্রিকস প্রত্যেক মালিককে ৬ লাখ টাকা করে আর্থিক জরিমানা করা হয়। তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল