• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

মির্জাপুরে স্বল্পমূল্যে ফলমূল ও মিষ্টি কিনতে জনগনের ভীড়

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৪ মার্চ ২০২০  

করোনাভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা অনুযায়ী দোকান বন্ধ করার আগে কম মূল্যে ফলমূল ও মিষ্টি জাতীয় দ্রব্য বিক্রি করছেন টাঙ্গাইলের ব্যবসায়ীরা।

উপজেলার মির্জাপুরের পাকুল্লা বাজারে মঙ্গলবার সরজমিনে গিয়ে দেখা যায় ,স্বল্প মূল্যে এইসব ক্রয় করতে ভীড় জমাচ্ছে সাধারণ মানুষ। তাদের বেশির ভাগকেই মাস্ক ও হ্যান্ড গ্লাভস ব্যবহার করতে দেখা যায়নি।  দিনভর স্বল্পমূল্যে এইসব বিক্রি করতে দেখা যায় ব্যবসায়ীদের।

টাঙ্গাইল মিষ্টির সমাহারের মালিক মন্টু ঘোষ বলেন,’ সরকারি নির্দেশনা দোকান বন্ধ রাখার আগে আমাদের থাকা মাল বিক্রি কম দামে সেল দিতে হচ্ছে।

আদি টাঙ্গাইল সুইট গ্যালারি বিক্রেতা  বিদ্যুৎ পাল বলেন,’ করোনাভাইরাসের কারণে এক টাকার জিনিস আটানায় ছেড়ে দিতে হচ্ছে অনেক লস হবে।

স্থানীয় বাসিন্দা তপন কুমার শেঠ বলেন, ‘ ব্যবসায়ীরা সরকারি আদেশ মেনে কম মূল্যে মিষ্টি বিক্রি করে দোকান বন্ধ রাখবে এটা ভালো উদ্যোগ। এতে সাধারণ মানুষ উপকৃত হবেন।

তন্ময় ফল ভান্ডারের মালিক জগনাথ মুন্সী বলেন,’ দুইশ টাকার আঙ্গুর বিক্রি করছি ১০০ টাকায়, আর ১২০ টাকার  কমলা ৮০ টাকায় বিক্রি দিচ্ছি যাতে ফল নষ্ট না হয়। আমাদের খুব ক্ষতি যাবে।

মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক বলেন,’ আগেই দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিয়েছি।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল