• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

মির্জাপুরে তিনদিনে জরিমানা আদায় প্রায় ২ লাখ টাকা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৯ জুন ২০২০  

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় লকডাউন উপেক্ষা করে ব্যবসায়ী প্রতিষ্ঠান খোলা রাখা ও যানবাহন চালানোর অভিযোগে ২৬ জনকে ১ লক্ষ ৬৮ হাজার ৫শত টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

 

মঙ্গলবার থেকে বৃহস্পতিবার ১৮ জুন দুপুর পর্যন্ত লকডাউনকৃত মির্জাপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয় বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বার্হী কর্মকর্তা মো. আবদুল মালেক।

 

জানা যায়, লকডাউন উপেক্ষা করে বেশ কিছু ব্যবসায়ী তাদের ব্যবসা কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন, যানবাহন নিষিদ্ধ থাকলেও অনেকেই তা মানছিলেন না। এছাড়া জরুরি সেবার অর্ন্তভুক্ত কিছু ব্যবসায়ী প্রতিষ্ঠান বিকেল ৪টার পরও খোলা রেখেছিলেন।

 

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. জোবায়ের হোসেন পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ২৪ ব্যবসায়ী, এক মোটর সাইকেল চালক ও এক লেগুনা চালককে এই অর্থদ- দেন।

 

উল্লেখ্য, এর আগে উপজেলার পৌর এলাকায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব অস্বাভাবিক মাত্রায় বৃদ্ধি পাওয়ায় ৩নং পৌর ওয়ার্ড তথা বাজার এলাকাকে ১৬ই জুন থেকে ২৫ শে জুন পর্যন্ত ১০ দিনের জন্য লকডাউন ঘোষনা করে উপজেলা প্রশাসন।

 

প্রসঙ্গত, উপজেলায় এ পর্যন্ত ৯০ জন করোনা শনাক্ত হয়েছেন। এর মধ্যে এক নারী ও দুইজন পুরুষ মৃত্যুবরণ করেছেন, সুস্থ হয়েছেন ২৯জন।

 

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. জোবায়ের হোসেন বলেন, মির্জাপুরের করোনা পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। তাই যথাসম্ভব প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বের না হওয়ার আহবান জানিয়ে প্রত্যেককে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান তিনি।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল