• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

মির্জাপুরে করোনা ভাইরাস সংক্রমণরোধে এমপি’র মতবিনিময় সভা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১ এপ্রিল ২০২০  

টাঙ্গাইলের মির্জাপুরে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে উপজেলা প্রশাসন ও জনপ্রতিনধিদের নিয়ে জরুরী সভা করেছেন স্থানীয় সাংসদ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন।

বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ইউএনও আব্দুল মালেকের সভাপতিত্বে এ সভা হয়।

সভায় সাংসদ একাব্বর হোসেন করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে সামনের দিনগুলোতে সর্বস্তরের জনসাধারণের ঘরে থাকা নিশ্চিত করতে প্রশাসনিক তৎপতা আরও জোরধারের নির্দেশ দেন। পাশাপাশি সচেতনতা বাড়ানোর পরামর্শ দেয়া হয়। এ সময় এমপি একাব্বর হোসেন সরকারের পাশাপাশি কর্মহীন মানুষের পাশে খাদ্য সহায়তা দেয়ার জন্য দলীয় নেতাকর্মী ও সামাজিক সংগঠনর প্রতি আহবান জানান। মির্জাপুর উপজেলা করোনা ভাইরাসের সংক্রমণরোধে ইতিমধ্যে নেয়া বিভিন্ন প্রদক্ষেপের প্রশংসা করেন তিনি।

সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদন, ভাইস চেয়ামর‌্যান আজহারুল ইসলাম, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক তাহরীম হোসেন সীমন্ত, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সম্পাদক সাইফুল ইসলাম সিয়াম, মির্জাপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোবারক হোসেন সম্পাদক মারুফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল