• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

মির্জাপুর পুলিশ ট্রেনিং সেন্টারের সদস্যদের মাঝে ঔষধ সামগ্রী বিতরন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২০  

প্রাণঘাতি নভেল করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের সকল পুলিশ ও নন-পুলিশ ৩৫০ জনের মাঝে ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১১ টায় টাঙ্গাইলের কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত) অতি. ডিআইজি শামীমা বেগম পিপিএম উপস্থিত থেকে ঔষধ সামগ্রী বিতরণ করেন।

 

এর আগে গত ২২ এপ্রিল বাংলাদেশ পুলিশের আইজিপি মহোদয় অডিটোরিয়াম, রাজারবাগ এক মতবিনিময় সভায় পুলিশ সদস্যদের করোনা ভাইরাস প্রতিরোধ ও সুরক্ষার জন্য মাস্ক ও ভিটামিন সমৃন্ধ ঔষধ সরবরাহের নির্দেশ প্রদান করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শেখ রাজীবুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ড্রিল প্রশিক্ষণ) মো. আনছার উদ্দিন, সহকারী পুলিশ সুপার মু. শরিফুল ইসলাম, পুলিশ পরিদর্শক আরআই মো. জাহাঙ্গীর আলমসহ পিটিসির স্টাফবৃন্দ।

 

এর আগেও টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারেনর উদ্যোগে মহেড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল