• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

মির্জাপুর থানায় কেক কেটে আনন্দ উদযাপন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৭ মার্চ ২০২১  

বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরনে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে রবিবার টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশ কেক কেটে আনন্দ উদযাপন করেছে।

৭ মার্চ উপলক্ষে মির্জাপুর থানা চত্তরে এক বর্নাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রিজাউল হক শেখ দিপু জানান, বিকেল তিনটার দিকে বর্নাঢ্য আয়োজনে কেক কাটা এবং আলোচনা সভার আয়োজন করা হয়। পুলিশের মহা পরিদর্শক ড. বেনজির আহমেদ পিপিএম বার, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. হাবিবুর রহমান ও টাঙ্গাইলের পুলিশ সুপার মি সঞ্জিত কুমার রায়ের দিক নির্দেশনায় আলোচনা সভায় বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরনে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে অতিথিগন বক্তব্য রাখেন।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, এডিশনাল পুলিশ সুপার মীর্জা মনির হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) মি. দীপংকর ঘোষ, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রিজাউল হক শেখ দীপু, ওসি (তদন্ত) মো. গিয়াস উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম, গোড়াই ইউনিয়ন আওয়ামীলীগ (পুর্ব) সভাপতি মো. আশরাফ খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সাদ্দাম হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল