• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

মধুপুরে মৃত যুবকের শরীরে করোনা ছিলো না: আইইডিসিআর

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২ এপ্রিল ২০২০  

টাঙ্গাইলের মধুপুরে জ্বর ও শ্বাসকষ্টে মারা যাওয়া যুবক করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) তাঁর নমুনা পরীক্ষা করে এটা নিশ্চিত করেছে। পরে আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) ওই যুবকের বাড়িসহ আশেপাশের বাড়ির লকডাউন তুলে নেওয়া হয়।

উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধি সূত্রে জানা গেছে, ৩৫ বছর বয়সী ওই যুবক ঢাকায় একটি গার্মেন্টসের সামনে পান বিক্রি করতেন। গত রোববার জ্বর নিয়ে তিনি মধুপুরের বাড়িতে আসেন। পরের দিন তাঁর পাতলা পায়খানা শুরু হয়। গত মঙ্গলবার তিনি মারা যান। তাঁর মৃত্যুর পরপরই এলাকায় খবর ছড়িয়ে পড়ে যে ওই যুবক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। পরে আইইডিসিআর ওই যুবকের নমুনা সংগ্রহ করে।

টাঙ্গাইলের সিভিল সার্জন ওহিদুজ্জামান বলেন, ওই যুবক করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না। আইইডিসিআর নমুনা পরীক্ষার পর এ তথ্য জানিয়েছে।

মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা বলেন, ওই যুবক করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না জানার পর তাঁর বাড়িসহ আশেপাশের বাড়ির লকডাউন তুলে নেওয়া হয়েছে।

উল্লেখ্য: মধুপুরে জ্বর ও সর্দি কাশিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী হবিবুর রহমান হবির দাফন মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহিষমারা ইউনিয়নের টেক্কার বাজার কবরস্থানে করোনা আক্রান্ত রোগীর মতোই বিশেষ ব্যবস্থাপনায় সম্পন্ন হয়। তার দাফন সম্পন্ন করেন পাঁচ সদস্যের একটি টিম। উপজেলা মসজিদের পেশ ইমাম মাওলানা ছানোয়ার হোসেন মৃত হবিরের জানাজা নামাজ পড়ান। এসময় সেখানে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা, ওসি তারিক কামাল ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রুবিনা।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল