• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ভূঞাপুরে বাল্যবিয়ে প্রতিরোধে শিক্ষার্থীদের সাইকেল শোভাযাত্রা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১২ মার্চ ২০২১  

মাদক-সন্ত্রাস, বাল্য বিয়ে ও ইভটিজিংয়ের প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে টাঙ্গাইলের ভূঞাপুরে বাইসাইকেল শোভাযাত্রা করেছে স্থানীয় সামাজিক সেবামূলক সেচ্ছাসেবী ‘প্রতিভা ছাত্র সংগঠন’।
শুক্রবার বিকাল সাড়ে ৫ টায় সাইকেল শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তাদের নিজ কার্যালয়ে সামনে এসে সমাপ্ত করেন। এতে অর্ধশতাধিক সাইকেলে প্রায় শতাধিক স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।
এরআগে প্রতিভা ছাত্র সংগঠন ৯ বর্ষ পেরিয়ে ১০ বছরে পদাপর্ণ করায় নির্মাণ প্রকৌশল কার্যালের ৩য় তলায় সংগঠনের নিজ কার্যালয়ে আলোচনা, দোয়া মাহফিল ও কেক কাটার আয়োজন করেন সংগঠনটি।

এসময় সংগঠনের সভাপতি জহুরুল ইসলামের সভাপতিত্বে ও সম্পাদক রেজওয়ানুল করিম রানার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- ইবরাহীম খাঁ সরকারি কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল বাছেদ, থানার উপ-পরিদর্শক টিটু চৌধুরী, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্ আলম প্রামাণিক, গোপালপুর প্রেসক্লাবের সম্পাদক সন্তোষ কুমার দত্ত প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন- ভূঞাপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সৈয়দ সরোয়ার সাদী রাজু, প্রভাতী কিন্ডারগার্টেনের পরিচালক এমকে হাতেম আলী, বিডি২৪লাইভ ডটকম ও দৈনিক সকালের সময় প্রতিনিধি ফরমান শেখ, দৈনিক আমার সময় ও আলোকিত সকাল প্রতিনিধি কোরবান আলী তালুকদার, দৈনিক ভোরের সময় প্রতিনিধি মাহবুব সাঈদ প্রমুখসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল