• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

বিশ্বকে নিরাপদ করতে জাতিসংঘে গুরুত্বপূর্ণ ভূমিকা সেনাবাহিনীর

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২১  

বিশ্বকে নিরাপদ করতে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বাংলাদেশ সেনাবাহিনী। রোববার (১১ এপ্রিল) সকালে ঢাকা সেনানিবাসে সেমিনারে এ কথা বলেন, সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।

 
সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বলেন, বাংলাদেশ সেনা বাহিনী শান্তি রক্ষী মিশনে যাওয়ার আগে তিন ধরণের বিশেষ ট্রেনিং দেয়া হয় যা পরবর্তীতে মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাহসিকতা ও কর্মদক্ষতার কারণে আজও বিশ্বব্যাপি শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম অক্ষুন্ন।

অনুষ্ঠানে ভারতের সেনাপ্রধান বলেন, মিশনে অস্ত্র সহ সব ক্ষেত্রে উন্নত প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। কারণ সন্ত্রাসীরা বিশ্বকে অস্থিতিশীল করতে প্রযুক্তি নির্ভর নানা অস্ত্র ব্যবহার করছে। 

প্রধান অতিথির বক্তব্য পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোনেম বলেন, ভবিষ্যতে বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সেনাবাহিনী  উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল