• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

বাসাইলে মানি লন্ডারিংয়ের অপরাধে ৩জন আটক

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০১৯  

টাঙ্গাইলের বাসাইলে মানি লন্ডারিংয়ের অপরাধে প্রায় সাড়ে ৪লাখ টাকাসহ ৩জনকে আটক করেছে র‌্যাব-১২। সোমবার (১৪ অক্টোবর) রাতে উপজেলার বাসুলিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের র‌্যাব-১২, সিপিসি-৩ কোম্পানীর ভারপ্রাপ্ত কমান্ডার শফিকুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
আটককৃতরা হলেন- মির্জাপুর উপজেলার পাড়দিঘী গ্রামের কাদের মিয়ার ছেলে মামুন মিয়া (২০), একই এলাকার ওয়াহেদ খানের ছেলে শাকিল খান (১৯) ও টাঙ্গাইল সদর উপজেলার ধয়াট গ্রামের জালাল উদ্দিনের ছেলে জুয়েল রানা (৩৫)।
শফিকুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার বাসুলিয়ায় চেক পোস্ট পরিচালনাকালে একটি মোটরসাইকেলে দুইজন আরোহী দ্রুতগতিতে যাচ্ছিল। এ সময় তাদের থামানোর জন্য সংকেত দিলে তারা গাড়ি না থামিয়ে দ্রুত চলে যাওয়া চেষ্টা করে। তাদের পিছু ধাওয়া করে দুইজনকে আটক করা হয়। সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে দেশে পাঠানো ৪ লাখ ৪৪ হাজার ৫শ’ টাকা তাদের কাছ থেকে উদ্ধার করা হয়। এছাড়াও চারটি মোবাইল ফোন, একটি ট্যাব, একটি মোটরসাইকেল, একটি টাকা বিতরণ তালিকা ও একটি ব্যাগ উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তিদের তথ্যমতে ঘটনার সঙ্গে জড়িত জুয়েল নামে আরও একজনকে আটক করা হয়।

তিনি আরও জানান, তারা দীর্ঘদিন ধরে মানি লন্ডারিং-এর মাধ্যমে অবৈধভাবে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে প্রবাসীদের পরিবারের কাছ থেকে কমিশনের ভিত্তিতে নগদ টাকা সরবরাহ করতো। তাদের বিরুদ্ধে বাসাইল থানায় মানি লন্ডারিং আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল