• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

বাসাইলে বাল্যবিবাহ বন্ধ; বরযাত্রীর পালায়ন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৪ অক্টোবর ২০১৯  

টাঙ্গাইলের বাসাইলে জাকিয়া আক্তার (১৪) নামের এক স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছে প্রশাসন। জাকিয়া আক্তার উপজেলার টেংগুরিয়াপাড়া গ্রামের জাকির হোসেনের মেয়ে ও হাবলা টেংগুরিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী।

শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনা (ভূমি) আশরাফুন নাহার এ আদেশ প্রদান করেন।

জানা যায়, উপজেলার টেংগুরিয়াপাড়া গ্রামের জাকির হোসেনের মেয়ে জাকিয়া আক্তারের সাথে পাশ্ববর্তী মির্জাপুর উপজেলার বররা গ্রামের মালয়েশিয়া প্রবাসী এক যুবকের সঙ্গে বিয়ের আয়োজন চলছিল। গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুন নাহার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় টের পেয়ে বর ও বরযাত্রী পালিয়ে যায়। পরে মেয়ের বাবা-মাকে আটক করা হয়। তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয় ও মেয়েকে প্রাপ্ত বয়স হওয়ার পর বিয়ে দেয়ার শর্তে মুচলেকা নেয়া হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামছুন নাহার স্বপ্না  বলেন, ‘প্রাপ্ত বয়স হওয়ার আগে আবারও মেয়েটির বিয়ে দেয়ার চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল