• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

বাজেটে দাম বাড়ছে সিগারেট, বিড়ি ও জর্দার

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১১ জুন ২০২০  

২০২০-২০২১ সালের বাজেটে সিগারেটের নিম্নস্তরের ১০টির দাম ৩৭ টাকা থেকে বাড়িয়ে ৩৯ টাকা করার প্রস্তাব করা হয়েছে। সেই সঙ্গে সম্পূরক শুল্ক ৫৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫৭ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। মধ্যম স্তরের ১০টির দাম ৬৩ টাকা ও তদূর্ধ্ব এবং উচ্চস্তরের ১০টির দাম ৯৭ টাকা ও তদূর্ধ্ব এবং অতি উচ্চস্তরের ১০টির দাম ১২৮ টাকা ও তদূর্ধ্ব এবং এই স্তরের সিগারেটের সম্পূরক শুল্ক ৬৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।

 

ফিল্টারবিহীন বিড়ির ২৫ দাম ১৪ টাকা থেকে বাড়িয়ে ১৮ টাকা, ১২টির দাম ৬ দশমিক ৭২ টাকা থেকে বাড়িয়ে ৯ টাকা, ৮টির দাম ৪ দশমিক ৪৮ টাকা থেকে বাড়িয়ে ৬ টাকা ও সম্পূরক শুল্ক ৩০ শতাংশ অব্যাহত রাখার প্রস্তাব করা হয়েছে।

 

ফিল্টারযুক্ত বিড়ির ২০টির দাম ১৭ টাকা থেকে বাড়িয়ে ১৯ টাকা এবং ১০টির দাম সাড়ে ৮ টাকা থেকে বাড়িয়ে ১০ টাকা ও সম্পূরক শুল্ক ৪০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।

 

অন্যদিকে প্রতি ১০ গ্রাম জর্দার দাম ৩০ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা ও প্রতি ১০ গ্রাম গুলের দাম ১৫ টাকা থেকে বাড়িয়ে ২০ টাকা করা হয়েছে। পাশাপাশি দুটোরই সম্পূরক শুল্ক ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৫৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। 

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল