• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

বাংলাদেশের মাটির গভীরে আ’লীগের শেকড়: সেতুমন্ত্রী কাদের

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৭ নভেম্বর ২০২০  

বাংলাদেশ সরকারের সেতুমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের শেকড় এদেশের মাটির অনেক গভীরে। দেশের জনগণই আওয়ামী লীগের অস্তিত্বের শেকড়।

শনিবার সকালে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি। এ সময় নিজস্ব বলয় শক্তিশালী করতে নিজের লোক দিয়ে কমিটি না করার আহ্বান জানান সেতুমন্ত্রী।

 

নেতা-কর্মীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, ত্যাগী কর্মীদের দূরে সরিয়ে না রেখে কাছে টেনে নিতে হবে। তাদের রাজনীতির পথ মসৃণ করতে হবে। কারণ তারাই দুঃসময়ে দলের পাশে থাকবে।

 

একটি শক্তিশালী এবং গণমুখী সংগঠনের জন্য সাংগঠনিক ঐক্যের বিকল্প নেই জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, সংগঠনের মজবুত ভিত্তি তৈরি করতে হলে ঐক্যবদ্ধ হতে হবে।

 

এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার কারণে বিএনপি এখন অস্তিত্ব সংকটে পড়েছে। তাদের রাজনীতি এখন লাইফ সাপোর্টে আছে। এজন্য তারা আন্দোলনের ডাক দিলেও জনগণ সাড়া দেয় না।

 

বর্ধিত সভায় সাম্প্রদায়িক অপশক্তি, মাদকসেবী ও চিহ্নিত অপরাধীদের থেকে আগেভাগেই সতর্ক থাকতে নেতা-কর্মীদের সতর্ক করেন আওয়ামী লীগের এ সাধারণ সম্পাদক।

 

মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিনের সভাপতিত্বে ভার্চুয়াল প্ল্যাটফর্মে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেকসহ অন্যরা।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল