• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

বকশীগঞ্জের নিলাক্ষিয়ায় অবৈধ বালু উত্তোলনের ড্রেজার মেশিন ধ্বংস

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১২ মে ২০২১  

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলাখিয়া ইউনিয়নের কুশলনগর দশানী নদী থেকে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধ্যভাবে বালু উত্তোলনের দায়ে একটি ড্রেজার মেশিন ধ্বংস ও কয়েক শত মিটার প্লাষ্টিকের পাইপ ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত।

১১ মে মঙ্গলবার সকালে উপজেলার নিলাখিয়া ইউনিয়নের কুশলনগর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা ও বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সহ থানার সঙ্গীয়ফোর্সসহ এ অভিযান চালায়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কুশলনগর এলাকার দশানী নদী থেকে শ্যালো ইঞ্জিনচালিত ড্রেজার মেশিন দিয়ে দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে কথিত এক ব্যাক্তি বালু উত্তোলন করে তা বিক্রি করে আসছিল।

খবর পেয়ে মাঙ্গবার সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সেখানে আকস্মিক অভিযান চালান। অভিযানে শ্যালো ইঞ্জিনচালিত ড্রেজারের মেশিন ধ্বংস করেন । সেই সঙ্গে বালু নেওয়ার কয়েকশত মিটার পাইপগুলোও ভেঙে ফেলা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা জানান, ‘বালু উত্তোলন কারীরা পলাতক থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তবে এসব অবৈধ কর্মকান্ডের বিষয়ে উপজেলা প্রশাসন সর্বদা কঠোর অবস্থানে থাকবে।’

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল