• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ফেসবুক প্রতিষ্ঠাতা জাকারবার্গকে ‘আনফলো’ করলেন জ্যাক ডোর্সি

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৯  

ফেসবুকের সহ প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গকে ‘আনফলো’ অর্থাৎ, অনুসরন করা বাদ দিয়েছেন টুইটারের সহ প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জ্যাক ডোর্সি।
সম্প্রতি টেক প্রতিষ্ঠানের সিইওদের কার্যাবলী অনুসরণ করা টুইটার অ্যাকাউন্ট ‘বিগ টেক অ্যালার্ট’ এ খবর প্রকাশ করেছে।

জাকারবার্গকে অনুসরন বন্ধ করার ব্যাপারটি সকলকে জানাতে ডোর্সি প্রথমে বিগ টেক অ্যালার্ট অ্যকাউন্টটি অনুসরন করা শুরু করেন। এরপর তিনি যখনই জাকারবার্গ’কে আনফলো করেন তখনই নোটিফিকেশনের মাধ্যমে বিষয়টি জানিয়ে দেয় বিগ টেক অ্যালার্ট।

প্রতিষ্ঠান পরিচালনার নীতি নিয়ে জাকারবার্গ ও ডোর্সি’র মধ্যে সবসময় নীতিগত পার্থক্য বিদ্যমান ছিলো। বাকস্বাধীনতা, গুজব ও রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে দুই প্রধান নির্বাহীর অবস্থানও সম্পূর্ণ ভিন্ন। ডোর্সি টুইটারে সব ধরনের রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধ করলেও জাকারবার্গ ফেসবুকে তা করেননি। 

জাকার বার্গ যেভাবে ফেসবুককে পরিচালনা করেন সেই নীতির প্রতি ডোর্সি তার অপছন্দের বহিঃপ্রকাশ করতেই এই পদক্ষেপ নিয়েছেন।

এ প্রসঙ্গে এক টুইট বার্তায় ডোর্সি বলেন, আমরা সুস্থ আলাপ চালিয়ে যাওয়ার পরিবেশ তৈরির জন্য নতুন প্রক্রিয়ার চিন্তা করেছি যা আগের যেকোনও সময়ের চেয়ে অভিনব হবে। কিন্তু ফেসবুক এমন কোনো পদক্ষেপ নেয়নি।

টুইটারে মার্ক জাকারবার্গ অ্যাকাউন্ট খোলেন ২০০৯ সালের ফেব্রুয়ারিতে। ২০১২ সালের পর জাকারবার্গ তার টুইটার অ্যাকাউন্ট থেকে কোনো টুইট পোস্ট করেননি। 

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল