• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

প্রভার নাচে জিতবে ঢাকা!

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০১৮  

প্রভার নাচে জিতবে ঢাকা!

প্রভার নাচে জিতবে ঢাকা!

জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা এবার নামলেন নাচের প্রতিযোগীতায়। বেসরকারি টিভি চ‌্যানেল নাগরিক টিভিতে শুরু হতে যাচ্ছে নাচের প্রতিয়োগীতা ‘বাজলো ঝুমুর তারার নূপুর’। এই অনুষ্ঠানে প্রতিযোগীতা করবে ঢাকা ও কলকাতা। অনুষ্ঠানে ঢাকার হয়ে লড়তে দেখা যাবে প্রভাকে।

দুই বাংলার তারকাদের অংশগ্রহণে টানটান উত্তেজনার এ নাচের লড়াইয়ে কোনো পর্বে টিম কলকাতা এগিয়ে থাকে। আবার কোনোটিতে টিম ঢাকা। এগিয়ে থাকা আর পিছিয়ে পড়ার তুমূল লড়াইয়ে টানটান উত্তেজনা নিয়ে এগিয়ে চলেছে ‘বাজলো ঝুমুর তারার নূপুর’।

অনুষ্ঠানটির মঙ্গলবারের পর্বে টিম ঢাকার দ্বিতীয় লাইফ লাইনের তারকা হিসেবে পারফরমেন্স করবেন প্রভা।

এ প্রসঙ্গে প্রভা বলেন, আমি নাচের মেয়ে নই। কোরিওগ্রাফারদের সহযোগিতায় কাজটা করেছি। এছাড়া আমি অনেক বছর পর নাচের শোয়ে পারফরমেন্স করলাম। প্রায় ছয়-সাত বছর পর। এর আগে বিভিন্ন পুরস্কার প্রদান অনুষ্ঠানে অংশ নিলেও প্রতিযোগিতার অনুষ্ঠানে এটাই প্রথম।

বাজলো ঝুমুর তারার নূপুর-এর মূল প্রতিযোগিতায় বাংলাদেশ এবং ভারত থেকে অংশগ্রহণ করেছেন ছয় জন করে মোট বারোজন তারকা। বাংলাদেশ থেকে যোগ দিয়েছেন টিভি অভিনেত্রী ইশানা, ভাবনা, জান্নাতুল ফেরদৌস পিয়া, স্পর্শিয়া, অমৃতা এবং সাফা কবির। আর কলকাতা থেকে রিমঝিম, সোহিনী, এনা সাহা, লাভলী, তিথি ও প্রীতি।

প্রতিটি পর্বে প্রধান বিচারক হিসেবে আছেন বাংলাদেশের ইলিয়াস কাঞ্চন এবং কলকাতার এক সময়ের সাড়া জাগানো দনায়িকা ও বর্তমান ভারতীয় লোকসভার এমপি শতাব্দী রায়।

বিভিন্ন পর্বে বাংলাদেশ থেকে অতিথি বিচারক হিসেবে যুক্ত চিত্রনায়িকা মৌসুমী, চিত্রনায়ক ফেরদৗস, সংগীতশিল্পী আঁখি আলমগীর, অভিনেতা তৌকীর আহমেদ এবং সজল। অপরদিকে কলকাতা থেকে সংগীতশিল্পী জোজো, অনিন্ধ, শ্রীলেখা মিত্র এবং নৃত্যবিশারদ তনুশ্রী শংকর।

অনুষ্ঠানটির প্রতিটি পর্ব যৌথভাবে উপস্থাপনা করেছেন কলকাতার সৌরভ এবং বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা। সপ্তাহের প্রতি সোম, মঙ্গল, বুধ, এবং বৃহস্পতিবার রাত ১০টায় এটি প্রচার হচ্ছে নাগরিক টিভিতে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল