• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

নতুন বছরের প্রথম দিন থেকে সখীপুর উপজেলা হবে ভিক্ষুকমুক্ত

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৯  

আগামীকাল ১ জানুয়ারি (২০২০ খ্রি. )  বুধবার থেকে ভিক্ষুকমুক্ত হবে টাঙ্গাইলের সখীপুর উপজেলা। এটি বাস্তবায়নে ইতোমধ্যে সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে উপজেলার ৮১জন ভিক্ষুককে চিহ্নিত করে তাদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে।  এ কর্মসূচি বাস্তবায়নে গত ১ মাস ধরেই উপজেলার প্রতিটি এলাকায় মাইকিং, পোস্টার, ব্যানার সাটানোর কাজ চালানো হচ্ছে।


 
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন- মুজিববর্ষ   উদযাপন ও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ‘ভিক্ষুক পুনর্বাসন এবং বিকল্প কর্মসংস্থান’ শীষর্ক কর্মসূচি বাস্তবায়নের জন্য সারাদেশে এ উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। যে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান ভিক্ষুকদের বিকল্প কর্মসংস্থানে সহায়তা করতে পারবেন। এ জন্য ব্যাংকে একটি হিসাব (নম্বর-০২০০৩৫১০, সোনালী ব্যাংক, সখীপুর শাখা, টাঙ্গাইল) খোলা হয়েছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল