• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ধুনটে বঙ্গমাতার জন্মবার্ষিকী পালিত

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৯ আগস্ট ২০২০  

বগুড়ার ধুনট উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মীনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে।

 

শনিবার দুপুর ১২টার দিকে ধুনট সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণের মধ্যদিয়ে জন্ম বার্ষিকীর কর্মস‚চী শুরু হয়। পরে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। 

 

ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে বক্তব্য দেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম ন‚রুন্নবী তারিক, সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, সহসভাপতি রেজাউল ইসলাম, প্রকৌশলী আসিফ ইকবাল সনি, যুগ্ম সম্পাদক মহসিন আলম, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা, বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজনীল নাহার, ধুনট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সস্পাদক হেদায়েতুল ইসলাম, সাবেক ছাত্রনেতা মাইদুল ইসলাম রনি ও উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার প্রমুখ। 

 

আলোচনা সভা শেষে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ধুনট উপজেলা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ১৫জন নারীকে ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত ৬জন নারীকে সেলাইমেশিন প্রদান এবং উপজেলা সমাজসেবা অধিদপ্তরের তালিকাভুক্ত ১৫০জন নারী-পুরুষের হাতে বয়স্ক ও বিধবা ভাতার কার্ড তুলে দেয়া হয়।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল