• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ধনবাড়ীতে ডিপ্লোমা ইন মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং এ ভর্তির সুযোগ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২ জুন ২০২০  

ধনবাড়ী সাইন্স এন্ড টেকনোলজি কলেজ (ডি এস টি সি) তে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।
এই করোনার সময়ে সবাই পড়াশোনা আর ক্যারিয়ার নিয়ে চিন্তত। তাই বসে না থেকে এখনি ভর্তি হয়ে যান।

চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং।


 
কোর্স সমুহঃ


 
মেডিক্যাল টেকনোলজি-
১। প্যারামেডিক্যাল
২। নার্সিং
৩। ডেন্টাল


 
ইঞ্জিনিয়ারিং-
১। সিভিল
২। ইলেক্ট্রিক্যাল
৩। কম্পিউটার


 
শুধু নার্সিং এ সাইন্স ব্যাকগ্রাউন্ড এছাড়া বাকী ট্রেডগুলো তে যে কোন বিভাগ থেকে ভর্তি হতে পারবেন।

সর্বনিম্ন পয়েন্টঃ ২.৫০ (এস.এস.সি বা সমমান)।

মোট সেমিস্টার ৮ টি।

মোট খরচঃ
ভর্তি ফি ৫ হাজার টাকা
মাসিক বেতন ১ হাজার টাকা

অফারঃ
১। ভর্তি হবার পর শিক্ষার্থীরা কলেজ ড্রেস + এক সেমিস্টারের বই ফ্রি পাবেন।
তবে কেউ অফার নিতে না চাইলে তার জন্য ভর্তি ফি শিথিল করা যাবে।


 
২। ৪র্থ সেমিস্টারে সকল শিক্ষার্থীদের কম্পিউটার ফ্রি তে দেওয়া হবে।

তবে কেউ যদি কম্পিউটার নিতে না চায় তবে তিনি স্কলারশিপ অফার নিতে পারবে

৩। স্কলারশিপঃ প্রতি মাসে ৫০০ টাকা করে ৪ বছর।

৪। মেয়ে শিক্ষার্থীদের জন্য স্পেশাল মাসিক উপবৃত্তির ব্যবস্থা

৫। ডিপ্লোমা শেষে চাকরী পেতে বিশেষ সহযোগিতা।

বর্তমান ক্যাম্পাসঃ ধনবাড়ী খাদ্যগুদাম এর পূর্ব পাশে।
পুরাতন থানা সংলগ্ন

স্থায়ী ক্যাম্পাসঃ সিংগাটা রোড, আলম বাগান, ধনবাড়ী।
স্থায়ী ক্যাম্পাস নির্মানাধীন। নির্মান শেষ সকল কার্যক্রম স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তর করা হবে।


 

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল