• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

দেশে করোনার টিকাগ্রহীতার সংখ্যা সাড়ে ২৮ লাখ ছাড়াল

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২১  

জাতীয় করোনা টিকাদান কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার টিকা নিয়েছেন ১ লাখ ৮১ হাজার ৪৩৯ জন। এদের মধ্যে ২৭ জনের সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। এ নিয়ে বিগত ১৬ দিনে নিলেন মোট ২৮ লাখ ৫০ হাজার ৯৪০ জন।
বৃহস্পতিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি হতে জানা যায়, আজ টিকা নেয়া এক লাখ ৮১ হাজার ৪৩৯ জনের মধ্যে এক লাখ ১২ হাজার ৪৮৯ জন পুরুষ এবং ৬৮ হাজার ৯৫০ জন নারী।

অন্যান্য দিনের মতো আজও ঢাকা বিভাগে ছিল সর্বোচ্চ সংখ্যক টিকা গ্রহীতার সংখ্যা। এ বিভাগে আজ টিকা নিয়েছেন ৬৩ হাজার ২৪৪ জন।

এছাড়া, চট্টগ্রাম বিভাগে ৩৩ হাজার ৮৬৭ জন, খুলনা বিভাগে ২৬ হাজার ৮৩৮ জন, রাজশাহী বিভাগে ১৮ হাজার ২১৬ জন, রংপুর বিভাগে ১৬ হাজার ৭০১ জন, সিলেট বিভাগে ৮ হাজার ২৮৮ জন, বরিশাল বিভাগে ৭ হাজার ৯৪১ জন এবং ময়মনসিংহ বিভাগে ৭ হাজার ২৩৩ জন টিকা নিয়েছেন।

গত ২৭ জানুয়ারি গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে পাঁচজনকে টিকা দেওয়া হয়। পরে গত ৭ ফেব্রুয়ারি শুরু হয় দেশব্যাপী গণটিকাদান কার্যক্রম।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল