• শুক্রবার ১০ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৭ ১৪৩১

  • || ০১ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

তিনদিন বন্ধের পর হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৪  

ভারতে ১৮তম লোকসভা নির্বাচন উপলক্ষে টানা তিনদিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম চালু হয়েছে। সেইসঙ্গে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে সব ধরনের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক হয়েছে। শনিবার বেলা ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ। তিনি জানান, গত ১৯ এপ্রিল থেকে ভারতে লোকসভার নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। ২৬ এপ্রিল পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ কারণে ভারতের ব্যবসায়ীরা হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে গেল বুধবার থেকে ২৬ (শুক্রবার) এপ্রিল পর্যন্ত এই তিনদিন সব ধরনের পণ্য আমদানি-রফতানি বন্ধ রাখার সিন্ধান্ত নেন। বিষয়টি তারা আমাদের পত্রের মাধ্যমে জানিয়ে ছিলেন। এর ফলে গেল বুধবার সকাল থেকে পণ্য আমদানি-রফতানি বন্ধ ছিলো। তবে শুধু পাইপলাইনে থাকা পচনশীল পণ্যবাহী ট্রাকগুলো বন্দরে প্রবেশ করেছে। শনিবার বেলা ১১টা থেকে ভারত-বাংলাদেশের মধ্যে সব-ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম চালু হয়েছে। এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি শেখ আশরাফুল ইসলাম জানান, এই তিনদিন শুধু মেডিকেল ভিসা যাত্রী যাতায়াতে ও বাংলাদেশে অবস্থানরত ভারতীয়রা নিজ দেশে ফিরতে পারবেন বলে নির্দেশনা আসে। সেই নির্দেশনা পাওয়ার পর থেকে শুধু মেডিকেল ভিসাধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিলো। অন্য সব ভিসাধারীরা পারাপার বন্ধ ছিল। শনিবার সকাল থেকে সব ধরনের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক হয়েছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল