• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

পাশে থাকায় প্রধানমন্ত্রী-ছাত্রলীগ-জনগণকে ধন্যবাদ জানাল ফিলিস্তিন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১০ মে ২০২৪  

স্বাধীন ফিলিস্তিন ইস্যুতে বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বাংলাদেশে সংহতি সমাবেশ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ ছাত্রলীগ ও দেশের জনগণকে ধন্যবাদ জানিয়েছে ফিলিস্তিনের রাজনৈতিক দল ও পশ্চিম তীরের শাসক দল ফাতাহ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বুধবার নিজেদের পেজ থেকে দেওয়া একটি পোস্টে দলটির পক্ষ থেকে এ ধন্যবাদ জানানো হয়। এতে আরও বলা হয়, বাংলাদেশের সরকার ও জনগণকে ধন্যবাদ। বিশেষ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিলিস্তিনের প্রতি তার অটল সমর্থন, সংহতি ও এর পাশে দাঁড়ানোর জন্য। এছাড়া এই সমাবেশের আয়োজন ও অংশগ্রহণের জন্য বাংলাদেশ ছাত্রলীগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এর আগে সোমবার স্বাধীন ফিলিস্তিন ইস্যুতে বিশ্বব্যাপী চলমান ছাত্র-আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে দেশজুড়ে পালিত হয় সর্ববৃহৎ সংহতি সমাবেশ। ওই দিন ছাত্রলীগের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এই সমাবেশ আয়োজিত হয়। এসব সমাবেশে সাধারণ শিক্ষার্থীরাও যোগ দেন। তারা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবি জানান। সেইসঙ্গে ইসরায়েলের গণহত্যার নিন্দা জানান।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল