• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

টাঙ্গাইলের ১২ উপজেলাকে হলুদ ও সবুজ জোনে বিভক্ত

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৫ জুন ২০২০  

টাঙ্গাইলের আটটি উপজেলাকে ইয়োলো(হলুদ) ও চারটি উপজেলাকে গ্রিন(সবুজ) জোনে বিভক্ত করা হয়েছে। টাঙ্গাইলের জেলা প্রশাসক মো.শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

ইয়োলো জোনের মধ্যে রয়েছে টাঙ্গাইল সদর, মির্জাপুর, মধুপুর, ধনবাড়ি, গোপালপুর, সখীপুর, নাগরপুর ও কালিহাতী।

 

এছাড়া বাকি চারটি উপজেলা ঘাটাইল, ভূঞাপুর, বাসাইল ও দেলদুয়ার গ্রিন জোনে রয়েছে।

 

টাঙ্গাইলের জেলা প্রশাসক মো.শহীদুল ইসলাম জানান, জেলায় আক্রান্তের হার বিবেচনা করে ১২টি উপজেলার মধ্যে আটটি উপজেলাকে ইয়েলো জোন ও চারটি উপজেলাকে গ্রিন জোনে বিভক্ত করা হয়েছে।

 

ইয়েলো জোনের এলাকাগুলো গুরুত্বসহকারে নিয়ে স্বাস্থ্যবিধি বজায় রাখতে অধিক তৎপরতা চালানো হবে। এছাড়াও  গ্রিন জোনে বিভক্ত হওয়া এলাকাগুলোতেও তৎপরতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল