• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

টাঙ্গাইলের মার্কেট গুলোতে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১১ মে ২০২১  

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে শহরের বিপনি-বিতানগুলোতে জমে উঠেছে বেচা কেনা। শেষ মূহুর্তেও ক্রেতারা ভীড় জমাচ্ছে বিপনিগুলোতে। করোনা মহামারীর সময়ও স্বাস্থ্য বিধি পালনেও ক্রেতাদের মাঝে দেখা গেছে অনিহা।

তারই ধারাবাহিকতায় জনসাধারণের স্বাস্থ্য বিধি যথাযথভাবে নিশ্চিতে মাঠে নেমেছে প্রশাসন। এ সময় শহরের বিপনিগুলোতে স্বাস্থ্য বিধি নিশ্চিত করতে পরিচালনা করা হয়েছে ভ্রাম্যমাণ আদালত।
 
মঙ্গলবার (১১ মে) দুপুরে শহরের বিপনি বিতানগুলোসহ ক্যাপসুল মার্কেটে অভিযান পরিচালনা করেন টাঙ্গাইল সদরের সহকারী কমিশনার (ভূমি) খায়রুল ইসলাম।

অভিযান পরিচালনাকালে মাস্ক পরিধান না করার অপরাধে ৭ জনকে মোট ১ হাজার ৩ শত টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) খায়রুল ইসলাম বলেন, করোনাভাইরাসের বিস্তার রোধে জনসাধারণের স্বাস্থ্য বিধি যথাযথভাবে পালনসহ সবাইকে মাস্ক পরিধান নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল