• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

টাঙ্গাইলে বঙ্গবন্ধু স্মৃতিকেন্দ্রের নির্মান কাজ শুরু হচ্ছে

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৪ মার্চ ২০২১  

টাঙ্গাইলে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে সোমবার (৮ মার্চ)। টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে ঐদিন বিকেল ৩টায় টাঙ্গাইল জেলা সদরের বধ্যভূমি সংলগ্ন মাঠে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান হবে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক।

টাঙ্গাইলের জেলা প্রশাসক আতাউল গনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।

এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন টাঙ্গাইল-২ আসনের এমপি তানভির হাসান ছোট মনির, টাঙ্গাইল-৩ আসনের এমপি আতাউর রহমান খান, টাঙ্গাইল-৪ আসনের এমপি হাসান ইমাম খান সোহেল হাজারী, টাঙ্গাইল-৫ আসনের এমপি ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-৬ আসনের এমপি আহসানুল ইসলাম টিটু, টাঙ্গাইল-৭ আসনের এমপি একাব্বর হোসেন, টাঙ্গাইল-৮ আসনের এমপি জোয়াহেরুল ইসলাম জোয়াহের, সংরক্ষিত আসনের এমপি অপরাজিতা হক ও মমতা হেনা লাভলী এবং টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়।

উল্লেখ্য, টাঙ্গাইল জেলা মুক্তিযুদ্ধের চারণভূমি। এ জেলায় মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্র স্থাপন বীর মুক্তিযোদ্ধাদের দীর্ঘদিনের দাবি ছিল। এ দাবির প্রেক্ষিতে “ বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্রে , টাঙ্গাইল” নামে একটি স্মৃতিকেন্দ্র নির্মাণে জেলা প্রশাসন ও ওয়ালটনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল